25 March, 2025

BY- Aajtak Bangla

 এই তেলে নিষ্প্রাণ চুল হয়ে উঠবে জেল্লাদার-ঘন, হাবিবের টিপস

চুলের সমস্যায় অনেকেই জেরবার হন। চুলের যত্ন কীভাবে নেবেন তা জানালেন হেয়ারস্টাইলিস্ট জাভেদ হাবিব।

খুশকির সমস্যা থেকে শুরু করে চুল পরা- এমন অনেক সমস্যাই থাকে।

চুল খুব রুক্ষ দেখালে কী করা উচিত? তা জানিয়েছেন হাবিব। তাঁর ভরসা 'ভারতীয় তেল'।

জাভেদ হাবিব বলেন, চুলে সর্ষের তেল লাগাতে হবে। এই ভারতীয় তেলই কামাল করবে।

 মাত্র ৫ মিনিটের জন্য নারকেল তেল দিয়ে চুল ম্যাসাজ করুন এবং তারপর চুল শ্যাম্পু করুন।

 চুলে নারকেল তেলও লাগাতে পারে। বিশেষ করে স্নানের জল নোনতা হলে বা সমুদ্রের কাছাকাছি এলাকায়।

রাতে ঘুমোনোর আগে চুলে নারকেল তেল দিন। সকালে চুল ধুয়ে ফেলুন।

নিয়মিত শ্যাম্পু অনেকে করেন না। তবে শ্যাম্পু এড়াবেন না। মাথার ত্বক পরিষ্কার রাখুন।

অনেকের খুশকির সমস্যা হয়। চুল ধোয়ার জন্য গরম জল ব্যবহার করা উচিত নয়।

চুলে সাধারণ তাপমাত্রার জল ব্যবহারই শ্রেয়। এতেই চুল ভাল থাকে।