3 May, 2024

BY- Aajtak Bangla

পুরুষের ব্যক্তিত্বকে দুর্বল করে এই ৭ ভুল, লোকে বলবে বোকাপাঁঠা

ব্যক্তিত্বই বলে দেয় আপনি কেমন মানুষ। কথা বলা, ভাবনাচিন্তা করা এবং আচরণে নির্ভর করে ব্যক্তিত্ব। 

  নেতিবাচক ও ইতিবাচক ব্যক্তিত্ব বড় পার্থক্য গড়ে দেয়। ব্যক্তিত্বের উপর নির্ভর করে জীবনের সাফল্য ও পরাজয়।

শক্তিশালী ব্যক্তিত্ব পেতে প্রথমেই দুর্বলতায় মনোযোগ দিতে হবে। যাতে কেউ সমস্যায় না ফেলে। 

শৃঙ্খলা- প্রতিটি কাজ সময়ে করতে হবে। জীবনে আনতে হবে শৃঙ্খলা। সময়ের কাজ সময়ে করুন।  

সময়ানুবর্তী- যে কোনও স্থানে নির্দিষ্ট সময়ে পৌঁছতে হবে। ব্যক্তিত্ব উন্নত করে সময়জ্ঞান। লেটলতিফদের কেউ পছন্দ করে না। 

তুলনা- অন্যের সঙ্গে পাল্লা দিয়ে বা তুলনা করে যাঁরা, তাঁরা কখনও সুখী হয় না। নিজের উপর খুশি থাকে না। এর ছাপ পড়ে ব্যক্তিত্বে। 

স্থিতধী-নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ থাকা দরকার। যখন তখন রাগ-হাসি প্রকাশ করা উচিত নয়। 

কম কথা- যত বেশি কথা তত বেশি বাচাল। মেপে ও বুদ্ধিমত্তা দিয়ে কথা বললে ব্যক্তিত্ব বাড়ে। লোকে সম্মান করে। 

আত্মবিশ্বাস- সবসময় ইতিবাচক থাকুন। মন মরা, নেগেটিভটি থাকলে ব্যক্তিত্ব ভালো হয় না। সবসময় থাকুন আত্মবিশ্বাসী।

ভাবনা প্রকাশ-নিজের ভাবনা সঠিকভাবে প্রকাশ করতে না পারলে ব্যক্তিত্ব দুর্বল হয়। নিজের কথা এবং জিনিস সম্পর্কে খুব স্পষ্ট ধারণা থাকা উচিত।