29 Jan, 2025
BY- Aajtak Bangla
টাকা উপার্জন করতে গেলে বেশ কিছু নিয়ম মানতেই হবে। আপনি যে কোনও জায়গায় বসে টাকা উপার্জন করতে বা ধনী হতে পারবেন না।
কী রকম জায়গায় বসবাস করলে ধনী হওয়া যায় তাপর উপায় বাতলে দিয়েছেন আচার্য চাণক্য।
তাঁর মতে, এমন জায়গায় বসবাস করা ঠিক নয় যার কাছাকাছি কোনও বাজার নেই। কর্মহীন জায়গায় বসবাসকারী মানুষকে দারিদ্র ঘিরে ধরে।
জল ছাড়া জীবন কল্পনা করা যায় না। তাই চাণক্য বলেছেন, এমন জায়গায় বসবাস করা উচিত নয় যেখানে নদী বা পুকুর নেই।
রোগ, দুর্ঘটনা থেকে বাঁচার জন্য হাসপাতালের প্রয়োজন। সেজন্য এমন জায়গায় থাকা উচিত নয় যেখানে চিকিৎসা পরিষেবা ভালো নয়।
চাণক্য়ের মতে, শিক্ষা হল খুব গুরুত্বপূর্ণ। সমাজের উন্নতির জন্য শিক্ষা প্রয়োজন। সেজন্য এমন জায়গায় থাকা প্রয়োজন যেখানে শিক্ষাকেন্দ্র থাকা দরকার।
চাণক্যের মতে, বেদের জ্ঞানসম্পন্ন মানুষ যে সমাজে থাকে সেখানে থাকা প্রয়োজন। তাহলে জীবনে উন্নতি প্রয়োজন।
চাণক্য বিশ্বাস করতেন, যেখানে সাংস্কৃতিক মূল্যবোধ থাকে সেই জায়গায় উন্নতি হয়। সেখানে বসবাস করা উচিত।
চাণক্যের মতে, এই জায়গাগুলোতে থাকলে জীবনে উন্নতি করা যায়।