19 March, 2025
BY- Aajtak Bangla
বাবা লোকনাথকে মানেন বহু বাঙালি। তাঁর কয়েকটি কথা মানলে জীবনে আত্মবিশ্বাস পাবেন।
যে ব্যক্তি সকলের সুহৃদ, যিনি সকলের কল্যাণ সাধন করেন তিনিই যথার্থ জ্ঞানী।
গর্জন করবি কিন্তু আহাম্মক হবি না। ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবি না।
মন যা বলে শোন,কিন্তু আত্মবিচার ছাড়িস না।
অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়। তাই অর্থ ব্যয় বা চুরি হলে চিন্তা করে কোনও লাভ নেই।
যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, সত্যাচারী, উদারচিত্ত, ভক্তিপরায়ণ- এমন ব্যক্তির সঙ্গেই বন্ধুত্ব করবি।
ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার মঙ্গল করেন।
অহং চলে গেলে নিজের মনই নিজের গুরু হয়, সৎ ও অসৎ বিচার আসে।
বিদ্যা, তপস্যা, ইন্দ্রিয় সংযম ও লোক পরিত্যাগ ছাড়া কেউই শান্তি লাভ করতে পারে না।
সত্যের মতো পবিত্র আর কিছু নেই। সত্যই স্বর্গ যাওয়ার একমাত্র সোপান।