23 September, 2024

BY- Aajtak Bangla

কিছুই মনের মতো হচ্ছে না?  এই ৬ জিনিস মানলেই হবেন সফল: গৌরগোপাল

জীবনে সকলেই সাফল্য পেতে চান কিন্তু জানেন না সেই পথ কী? সাফল্য পেতে দরকার শ্রম, নিষ্ঠা ও সঠিক সময়জ্ঞান। 

সাফল্যের ৬ মন্ত্র  দিয়েছেন মোটিভেশনাল স্পিকার গৌর গোপাল দাস।  

অন্যরা কী ভাববে- অন্যের মতের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেবেন না। সাফল্য অর্জনের জন্য নিজের বুদ্ধিমত্তার উপর ভরসা করুন। 

অন্যের উপদেশ শুনুন। তবে নিজের উপর ভরসা রেখে সিদ্ধান্ত নিন। সেই সিদ্ধান্তের জন্য পরিশ্রম করুন। 

ভাগ্যকে দোষারোপ নয়- ব্যর্থ হওয়ার পর কপাল খারাপ বলবেন না। কঠোর পরিশ্রম করুন। নিজের উপর আত্মবিশ্বাস রাখুন।

হাতের রেখা ঠিক সাফল্য ঠিক করে না। আপনার বুদ্ধিমত্তা, সিদ্ধান্ত ও পরিশ্রমই ঠিক করে। 

মোহ মায়া- আবেগ দূর করুন। জীবনের সবচেয়ে বড় সত্য সুখ-দুঃখ আসবেই। ব্যর্থতাও আসবে। ঘুরে দাঁড়ানোই জীবন।

সঠিক সময়ের অপেক্ষা- সময়ের অপচয় করবেন না। ভাবনাকে তাড়াতাড়ি বাস্তবায়িত করুন। আপনার পুরুষার্থই সঠিক সময় তৈরি করবে। 

মোকাবিলা- সমস্যা থেকে পালিয়ে সমাধান করতে পারবেন না। যত সমস্যা বা অসুবিধাই থাকুক, দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করুন।

দায়িত্ব সম্পর্কে সচেতন- কোনও কাজে অবহেলা করবেন না। তাই কাজে মনোযোগ দিন। জানপ্রাণ দিয়ে কাজ করুন।