6 January, 2025
BY- Aajtak Bangla
ভিটামিন বি-এর কারণে কারিপাতা সাদা চুল কালো হতে শুরু করে। লম্বা, ঘন, নরম ও ঝলমলে চুল পেতে কারি পাতা কীভাবে ব্যবহার করবেন-
কারিপাতার সঙ্গে মেশান নারকেল তেল। যা অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর।
এতে থাকা লরিক অ্যাসিড চুলের জন্য উপকারী। নারকেল তেল মাথার ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করে। চুলের বৃদ্ধি ঘটায়।
প্রথমে একটি প্যানে এক কাপ নারকেল তেল ঢালুন। তেল একটু গরম হলে ২০টি কারি পাতা দিয়ে গরম করুন।
কারি পাতা কালো হয়ে গেলে গ্যাস নেভান। তেল ঠান্ডা করে আলাদা করে ছেঁকে নিন। তারপর চুলে লাগিয়ে রাখুন আধ ঘণ্টা।
তেল লাগানোর পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই তেল চুলকে পুষ্ট করে এবং চুলকে লম্বা ও ঘন করতে সাহায্য করে।
যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন তারাও এভাবে চুলে কারি পাতা লাগাতে পারেন।
কারিপাতা বেটে ও পেঁয়াজের রস চুলে লাগাতে পারেন। পেঁয়াজে থাকা সালফার চুল পড়া কমায়।
নারকেল তেলে কারি পাতা ও মেথির বীজ দিয়েও চুলে লাগাতে পারেন। এতে চুলের গোড়া শক্ত হবে।
চুলে খুশকি বা শুষ্ক হয়ে গেলে কারিপাতা বেটে টক দই মিশিয়ে আধ ঘণ্টা রাখুন। চুল ঝলমল করবে।