04 OCTOBER 2024
BY- Aajtak Bangla
আজকাল চুল পড়ার প্রায় সকলেই সমস্যায় ভুগছেন। তবে অনেকেই জানেন না হাতের কাছেই আছে সমস্যা দূর করার উপায়। তবে কেউই আর তা করেন না।
আবহাওয়ার কারণে চুল আলগা হয়ে যায়। দুর্বল চুলকে সবল করতে রান্নাঘরের কিছু মশলাকে সঙ্গী করে নিন।
বিশেষজ্ঞরা বলেন রোজ ১০০ টা করে চুল পড়া খুবই স্বাভাবিক। তাই এর মধ্যে চুল পড়লে তা নিয়ে হয়রান হবেন না
তার বেশি হলে দু'দিনেই মাথা ফাঁকা হয়ে টাক পড়ে যাবে।
রান্নাঘরের মশলা মেথি, কালোজিরে, কারিপাতা এগুলি থাকলেই এলোকেশী হয়ে ঘুরতে পারবেন আপনিও।
নারকেল তেলের মধ্যে এই সব উপাদান একসঙ্গে মিশিয়ে ফুটিয়ে রেখে দিন।
রোজ এই তেল মাথায় লাগিয়ে ভাল করে মাথায় ম্যাসাজ করুন। তারপর ভালো করে চুল ধুয়ে নিন।
এছাড়াও, সকালে ঘুম থেকে উঠে ২ টো খেজুর আর ৫ টা কআমন্ড খান।