16 April, 2024

BY- Aajtak Bangla

বলিরেখা দূর হবে, ত্বক হবে টানটান, এই ক্যাপসুল ভেঙে মুখে লাগান  

মুখে বলিরেখা থাকবে না। ত্বক থাকবে টানটান। খালি ব্যবহার করুন একটি ক্যাপসুল। 

ভিটামিন ই অ্যান্টি-অক্সিডেন্ট। ত্বককে রাখে টানটান। কেবল জানুন কীভাবে মুখে লাগাবেন

ভিটামিন ই ক্যাপসুল ফেস প্যাক বা অ্যালোভেরার সঙ্গে মেশান অনেকে। কিন্তু এটা ঠিক উপায় নয়। 

ভিটামিন ই ক্যাপসুল শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ যা ত্বকের ক্ষতি করে। দূর করে ফ্রি র‌্যাডিক্যাল।

এই ক্যাপসুল ত্বককে ময়েশ্চারাইজ করে। শুষ্ক ত্বককে টানটান করে। এতে আছে অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ।

ওষুধের দোকান থেকে উচ্চ মানের ভিটামিন ই ক্যাপসুল কিনুন। তারিখ দেখে নিন।

মুখ ভালো করে ধোয়ার পর ভিটামিন ই ক্যাপসুল লাগান। মুখে ময়লা বা তেলের স্তর থাকলে ক্যাপসুল কাজ করে না।

প্যাচ টেস্ট না করে মুখে ভিটামিন লাগাবেন না। অ্যালার্জি আছে কিনা তা জানতে প্রথমে হাতে ব্যবহার করুন।

ভিটামিন ই ক্যাপসুলে ছিদ্র করে আঙুলে বা তালুতে নিয়ে মুখে ঘষুন। আলতোভাবে ম্যাসাজ করুন। 

চোখের কাছাকাছি বেশি ঘষবেন না। এক ঘন্টার রেখে ধুয়ে ফেলতে পারেন। বা সারারাত রাখতে পারেন।