18 June, 2025

BY- Aajtak Bangla

১২ বছরের কিশোরের বাজে কাজ, ৩ টোটকা প্রেমানন্দ মহারাজের

বয়ঃসন্ধিতে খারাপ অভ্যাসে জড়িয়ে পড়ছে বহু কিশোর। কীভাবে মুক্তি? পথ দেখালেন প্রেমানন্দ মহারাজ।  

মহারাজের কাছে এক কিশোর এসে বলে,'আমার বয়স ১২। বন্ধুরা বাজে কাজ শিখিয়ে দিয়েছে। কী করে মুক্তি পাব?'

কিশোরের আর্তি শুনে প্রেমানন্দ মহারাজ বলেন,'মোবাইল বা বন্ধুদের থেকে বদভ্যাস শিখছে ছোট ছোট শিশুরা। এর ভ্যাকসিন তো নেই, যে মন থেকে মুছে দিতে পারব!'

মহারাজ আরও বলেন,'নিজেই নিজের হাতে ভবিষ্যৎ ধ্বংস করছে কিশোররা। সারাদিন বাজে অভ্যাসের কারণে জীবনটাই ধ্বংস হয়ে যায়'।

এ থেকে বাঁচার উপায় কী? মহারাজ দিলেন তিন টোটকা। 

১- এটা খুব বিপজ্জনক। কখনও বাজে কাজ করবে না। নামজপ করো। রোজ ১ কিলোমিটার দৌড়াও। দণ্ড-বৈঠক দাও'।

২- অনেক বড় ক্ষতি হচ্ছে শিশুদের। খারাপ বন্ধুদের দূরে থেকে থাকো।

৩- ভাবার ক্ষমতা নষ্ট হয়ে যায়। পড়াশুনোয় মনোযোগ থাকে না। মা-বাবাদের উচিত, সন্তানদের বন্ধুর মতো মিশে বোঝানো।

মহারাজের সাবধানবাণী,এই বাচ্চাদের তো বুদ্ধিও হয়নি। ভবিষ্যতে অবসাদে চলে যেতে পারে। বুদ্ধিমত্তাও থাকবে না। সুস্থ থাকবে না শরীরও'।

১৮ বছর পর্যন্ত মা-বাবাদের উচিত সন্তানের সঙ্গে বন্ধুর মতো মিশে সঠিক পথে রাখা। বললেন মহারাজ।