7 November, 2024
BY- Aajtak Bangla
আমলকি দারুণ উপকারী একটা ফল। নিয়মিত খেলে বিভিন্ন রোগের থেকে মুক্তি পাওয়া যায়।
এতে ভিটামিন সি থাকায় পুরুষত্ব ধরে রাখতেও সাহায্য করে। এবার বাড়িতেই লাগাতে পারেন আমলকি গাছ।
আজ আমরা আপনাদের বলব কিভাবে আমলা গাছ একটি পাত্রে জন্মানো যায়।
প্রথমে আশেপাশের কোন নার্সারী থেকে আমলা চারা কিনুন। আমলা গাছ বীজ থেকেও রোপণ করা গেলেও ফল ধরতে অনেক সময় লাগে।
এরপর কালো মাটি, বালি ও গোবর সার মিশিয়ে একটি বড় সাইজের পাত্র পূরণ করুন।
আমলা গাছ একটি পাত্রে লাগানোর পর এমন জায়গায় রাখুন যেখানে ভালো সূর্যালোক থাকে। এছাড়াও প্রতিদিন একবার আমলা গাছে জল দিন।
আমলা গাছে প্রতি ১৫ দিনের ব্যবধানে জৈব সার যোগ করুন এবং গাছটি কীটপতঙ্গ দ্বারা আক্রান্ত হলে নিম তেল স্প্রে করুন।
আমলা গাছে ফল ধরতে প্রায় ৫ থেকে ৭ বছর সময় লাগে। অতএব, গাছের সঠিক যত্ন নিন।