12 November, 2023
BY- Aajtak Bangla
করলা চাষ করুন বাড়ির ছাদে বা বারান্দায়। বারোমাস পাবেন টাটকা। কোনও ঝক্কি নেই।
একটি বড় টব নিন। দোআঁশ বা বেলে দো-আঁশ মাটিতে গোবর ও জৈব সার মিশিয়ে নিন। জল দিন।
বীজ পোতার এক সপ্তাহ আগে মাটি রেডি করুন। মাটি ওলটপালট করে পুঁতে দিন বীজ। তার পর মাটি দিয়ে ঢাকুন।
উপর থেকে জল দিন। খেয়াল রাখবেন মাটি ভেজানোর মত করে জল দিতে হবে। বেশি নয়।
বীজ বপনের পর রোজ অল্প অল্প করে জল দিন। চারা গজাতে ১০ থেকে ১৫ দিন সময় লাগে।
চারা গাছ জন্মালে জৈবসার সপ্তাহে একবার করে দিন।
চারা গাছ জন্মানোর ৪০ দিন পর ফুল আসে। এই সময় টবে একটা লাঠি দিয়ে দিন বা মাচা করুন।
ফুল আসার পর ছোট ছোট ফল হবে। ঠিক দুইমাস পর ফল তোলা যায়। আলু
এই দুই মাস গাছের যত্ন নেওয়ার জন্য। জৈবসার ও জল দিয়ে যেতে হবে।
লিকার চায়ের পাতা এক সপ্তাহ ধরে জমিয়ে রেখেও দিতে পারেন।