12 September 2024

BY- Aajtak Bangla

ঘরের টবেই থরে থরে ক্যাপসিকাম হবে, শুধু মেশান এই সার

রান্নায় ক্যাপসিকাম লাগেই। 

রান্নায় ক্যাপসিকাম দিলে স্বাদ বাড়ে। 

তাই বাজার থেকে ক্য়াপসিকাম কিনতেই হয়। 

তবে বাড়িতে ক্যাপসিকাম গাছ থাকলে আর বাজার থেকে কেনার দরকার পড়ে না। 

ঘরের ছাদ বা বারান্দায় কী ভাবে ক্যাপসিকামের গাছ লাগাবেন, জানুন...

প্রথমে ক্য়াপসিকামের বীজ কিনুন। 

বীজগুলি রাতে ভাল করে জলে ভিজিয়ে রাখুন।

ক্যাপসিকাম গাছ লাগানোর আগে মাটি তৈরি করুন।

বীজ পোঁতার আগে টবে গোবর সার মেশান। 

তার পরে টবে বীজগুলি পুঁতে দিন। দেখবেন, ধীরে ধীরে বেড়ে উঠছে গাছ। পাবেন ফলও।