13 November, 2023
BY- Aajtak Bangla
সাধারণত ভাদ্র ও মাঘে ক্যাপসিকাম চাষ হয়। ক্যাপসিকাম চাষের নির্দিষ্ট কোনও সময় নেই।
বাড়িতে টবে চাষ করতে পারেন ক্যাপসিকাম। চারা গাছ থেকে বড় গাছ হওয়ার দু-চার মাসের মধ্যেই ভাল ফলন পাবেন।
প্রথমেই নার্সারি থেকে ভালো মানের বীজ কিনুন। গোটা রাত জলে ভিজিয়ে রাখুন।
বীজ পোঁতার আগে ক্যাপসিকাম চাষের জন্য উপযুক্ত মাটি তৈরি করে নিন।
বেলে বা দোআঁশ মাটিতে ক্যাপসিকামের ভালো ফলন হয়।
মাটি ঝুরঝুরে করে নিতে হবে। ঢেলা বা ইট যেন না থাকে।
বীজ পোঁতার আগে একটি বড় টবে মাটির সঙ্গে ভালোভাবে গোবর সার মেশাতে হবে।
সারারাত ভিজিয়ে রাখা বীজগুলি টবের মধ্যে পুঁতে দিতে হবে। আলু
ক্যাপসিকাম গাছ একটু বড় হলে একটি খুঁটি দিয়ে ঠ্যাকা দিন।
পোকামাকড় তাড়ানোর জন্য সাবানগুঁড়োর জল গাছের পাতায় দিন।