06 MAY 2025

BY- Aajtak Bangla

 'লক্ষ টাকা'-র কাজু হবে বাড়িতেই, মিলবে মুঠো মুঠো, চাষের সহজ ট্রিকস

টবে কাজু গাছ লাগালে আর এত টাকা খরচ করে কিনতে লাগবে না। তবে বাড়িতে কাজু গাছ লাগালে কিছু বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে। তবেই বছরভর পাবেন গাছভর্তি কাজু।

কাজু গাছ বড় হয়, তাই টবটি বড় এবং গভীর হতে হবে। ভালো জল নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে।

মাটি যেন বেলে-দোআঁশ মাটি হয়, এতে ভালো ফলন হয়। কাজু গাছের জন্য পর্যাপ্ত রোদ এবং নিয়মিত সেচ প্রয়োজন। মাটিতে বাণিজ্যিক পটিং মিক্সও ব্যবহার করতে পারেন।

কাজু গাছের চারা সরাসরি বীজ থেকে বা গ্রাফটিং (grafting) পদ্ধতিতে তৈরি করবেন। কাজু গাছের জন্য এমন একটি স্থান নির্বাচন করুন যেখানে পর্যাপ্ত রোদ আসে।

নিয়মিত মাটি ভেজা রাখুন, কিন্তু খেয়াল রাখবেন অতিরিক্ত জল যেন না জমে।

নিয়মিত গাছের গোড়ায় সার দিন। জৈব সার ব্যবহার করতে পারেন বা রাসায়নিক সারও ব্যবহার করতে পারেন।

কাজু গাছকে বিভিন্ন রোগ ও পোকার হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন।

প্রথমে বাজার থেকে কাজুর বীজ কিনে আনুন। এবার এটি ৮-১০ ঘণ্টা ভিজিয়ে রাখুন।  এবার ওই বীজ টবে মাটিতে বসিয়ে দিন। ৫০% সাধারণ মাটি, ২৫% গোবর, ২০%  কম্পোসড সার ভালোভাবে মিশিয়ে মাটি তৈরি করুন। এবার কাজুর বীজ ফেলে মাটি দিয়ে জল দিন।

দিন সাতেক পর মাটি থেকে চারা বেরোবে। জল খুব বুঝেশুনে হিসেব করে দেবেন। এরপর মাস কয়েক পর গাছ বড় হয়ে যাবে তখন আরও বড় টবে গাছ বসাবেন। মাটি একইভাবে তৈরি করে। গাছ ভরে আসবে কাজু।