31 AUGUST,, 2024

BY- Aajtak Bangla

 এক গাছেই  ফুটবে নানা রকমের জবা, মালি বলে দিলেন 'সিক্রেট'

বাড়িতে ফুলের গাছ লাগাতে সবাই মোটামুটি ভালবাসেন। ছাদের উপর বা বাড়ির বারান্দায় তাজা ফুল ফুটে থাকলে দেখতেও খুব ভালো লাগে তাই না!

নানারকম ফুল ফোটা গাছ দেখতেও সুন্দর লাগে। আসলে কথায় আছে, ফুল, বাচ্চা, গান যে ভালো না বাসে সে মানুষের পর্যায়েই পড়েনা।

আজকাল বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহার এতটাই বেড়ে গিয়েছে যে মানুষ একটি গাছে নানান রকম ফুলের চাষ করতে পারেন।

হ্যাঁ, আগেকার দিনে জানতেন একটি গাছে শুধু এক রকমেরই ফুল হবে তাই না, কিন্তু এখন যুগ অনেকটা উন্নত। একটি গাছে নানানরকম ফুলের চাষ তো বটেই ফলের চাষও করা যায়।

একটি গাছে হরেক রকমের জবা ফুলের কী ভাবে ফোটাবেন সেই পদ্ধতি চলুন জেনে নেওয়া যাক।

প্রথমে একটি লাল জবা গাছের টবে রাখতে হবে সাদা, হলুদ জবার ডাল।

এরপর তিনটি গাছেরই পাতা, আগাছা সব পরিষ্কার করে শুধু ডালগুলির শেষের অংশগুলি ভালো করে চাকুর সাহায্যে ছেঁচে নিয়ে মাটির মধ্যে আগে থেকেই পোঁতা মূল জবা ডালের মধ্যে খানে সামান্য ছিদ্র করে নানান রঙের জবা ডালগুলি কে  ভালো করে লাগিয়ে দিতে হবে।

এরপর সবকটি ডাল একসঙ্গে বেঁধে দিতে হবে। প্রথমে প্লাস্টিকের দড়ির সাহায্যে পরে আবারও একটি দড়ির সাহায্যে ভালো করে  বেঁধে উপর দিয়ে  প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে কিছুদিন রেখে দিতে হবে সামান্য রোদযুক্ত স্থানে।

কিছুদিন পর দেখা যাবে গাছ থেকে পাতা বেরিয়েছে। এরপর প্লাস্টিক খুলে নিতে হবে। এরপর ওই মূল ডালটির সঙ্গে অন্য যে ডালগুলি লাগিয়ে ছিলেন, সেগুলির বাঁধা কাচি দিয়ে কেটে দিতে হবে।

তখন দেখবেন ডালগুলি আপন মনে জোড়া লেগে গিয়েছে। এরপর জল দিয়ে গাছটির যত্ন করতে থাকলে একই গাছে রঙ বেরঙের জবা ফুল পেতে পারেন।