20 March, 2025
BY- Aajtak Bangla
v
বাড়ির সৌন্দর্য বাড়ায় ফুলের গাছ। ছাদে বা বাড়ির বারান্দায় ফুল ফোটান অনেকে।
আজকাল গাছ নিয়ে অনেকেই পরীক্ষানিরীক্ষা করতে ভালোবাসেন। একই গাছে হবে নানা রঙের ফুল।
একটি লাল জবা গাছের টব নিন। সঙ্গে নিন সাদা ও হলুদ জবার ডাল।
তিনটি গাছের আগাছা, পাকা পরিষ্কার করে নিন। দুটি গাছের ডালের শেষের অংশগুলি ভালো করে ছুরি দিয়ে ছেঁচে নিন।
মাটির মধ্যে আগে থেকেই পোঁতা লাল জবা ডালের মাঝখানে সামান্য ছিদ্র করুন।
দুটি রঙের জবা ডাল সেখানে লাগিয়ে দিন।
সবকটি ডাল একসঙ্গে প্লাস্টিক জড়িয়ে একটি দড়ির সাহায্যে বেঁধে নিন। একটি কলা আড়াআড়ি কেটেও লাগাতে পারেন।
একটি প্লাস্টিক দিয়ে ডেকে দিন গোটা গাছ। এক মাস রেখে দিন সামান্য রোদযুক্ত স্থানে।
জল দিয়ে গাছের যত্ন নিতে থাকুন। দেখা যাবে গাছ থেকে পাতা বেরিয়েছে।
প্লাস্টিক খুলে নিন। ডালগুলি জোড়া লেগে গিয়েছে। একই গাছে রঙ বেরঙের জবা ফুল পেতে পারেন।