12 April, 2024
BY- Aajtak Bangla
বাড়িতেই হবে বড় বড় টমেটো। কীভাবে গাছ করবেন? জেনে নিন
খুব ছোট সাইজের টব নেবেন না। মাঝারি বা বড় সাইজের রাখুন। যাতে শিকড় ছড়িয়ে যেতে পারে। বড় টমেটো হবে।
'টবে মাটির সঙ্গে মেশান সর্ষের খোল, গোবর আর কলা। পচতে দিন ২ সপ্তাহ। মাটি তৈরি করার পর বীজ বা গাছ পুঁতুন।
তাপমাত্রা-গাছটি এমন জায়গায় রাখুন যেখানে ছায়া থাকে। খুব গরম হলে ভিতরে রাখুন। মনে রাখবেন গাছে যেন ৬-৮ ঘণ্টা সূর্যালোক থাকে।
খুব গরমে সকাল ১২টা পর্যন্ত সূর্যের আলো থাকে এমন জায়গায় রাখুন।
টমেটোর ডালগুলোকে ভালো করে লাঠিতে বেঁধে দিন। যাতে ফলের ওজনে বেঁকে না যায়। টমেটো বড় হতে পারে।
মাটি ঊর্বর রাখুন। জৈব সার দিন। গোবর, চা পাতা কয়েকদিন পচিয়ে দিতে পারেন।
কয়েকদিন জলে ভিজিয়ে রেখে সর্ষের খোল দিন মাটিতে। পটাশিয়ামের জন্য কলাও মেশাতে পারেন।
পাত্রে জল ঢালুন-টমেটো গাছে জল দেওয়ার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি। ১০ মিনিটের ব্যবধানে তিনবার দিন।
একবার জল দিলে ৩-৪ দিনের ব্যবধান রাখুন। অত্যধিক জল দিলে পচে যেতে পারে।