BY- Aajtak Bangla

চুল হবে লম্বা, ঘন ও জেল্লাদার, জাস্ট এভাবে লাগান পেঁয়াজের রস

16 OCTOBER, 2023

পুজো চলে এসেছে।  অনেকেই পার্লারে গিয়ে চুলের যত্ন নেবেন। চুলের জেল্লা ফিরে পেতে টাকা খরচ করেন। 

এবার বাড়িতে বসেই বিনা খরচে চুলের জেল্লা ফিরে পেতে পারেন। 

পেঁয়াজের রসে অ্যান্টব্যাকটেরিয়াল গুণ থাকে যা আমাদের চুলের জন্য খুব ভালো।

চুলে পেঁয়াজের রস এই ৩ পদ্ধতিতে দিলে এক মাসে ফিরে আসবে চুলের জেল্লা। 

পেঁয়াজের রসে দই ভালো করে মেখে হেয়ার মাস্ক তৈরি করে নিতে হবে। এই মিশ্রণটি চুলে আধ ঘণ্টা লাগিয়ে রাখতে হবে। 

এতে চুল বৃদ্ধি পাবে ও স্ক্যাল্প ইনফেকশন থেকেও রক্ষা করবে। পেঁয়াজে যেহেতু সালফার থাকে, সে কারণে চুল সহজে পাকেও না।

পেঁয়াজের রসের সঙ্গে ক্যাস্টর অয়েল ভালো করে মিশিয়ে চুলে দেওয়া যেতে পারে। এতে চুলের স্বাস্থ্য ভালো থাকে। 

শুধু পেঁয়াজের রস চুলে মাখলেও চুল ভালো হয়। এই রস চুল ও স্ক্যাল্পে পুষ্টি প্রদান করে থাকে।  

স্ক্যাল্প ইনফেকশন হওয়া থেকেও পেঁয়াজের রস রক্ষা করে। সরাসরি পেঁয়াজের রস লাগান স্ক্যাল্পে।