BY- Aajtak Bangla
12 July 2024
ঘরে অনেকেই গাছ লাগান। টবে গাছ থাকলে ঘরের শোভা যেমন বাড়ে, তেমন মনও ভাল থাকে।
অনেকেই নানা ফুল গাছ লাগান। বিভিন্ন ফুল গাছের মধ্যে জুঁই অন্যতম।
জুঁই ফুল দেখতেও ভাল আর গন্ধটাও দারুণ হয়। ঘরে জুঁই ফুলের গাছ থাকলে সুগন্ধ ছড়ায় চারপাশে।
অনেকেই ঘরে টবে জুঁই ফুলের গাছ লাগান। তবে গাছে সেভাবে ফুল হয় না। ।
তবে এভাবে যত্ন নিলে এবং এই ফলের খোলসা মেশালে ঘরের টবে ফুলে ভরে যাবে জুঁই গাছ। কীভাবে? . .
ঘরের টবে জুঁই ফুলের গাছে জল নিষ্কাশনের ব্যবস্থা ভাল করতে হবে। বেশি ভেজা মাটিতে গাছ পচে যায়। . .
অত্যধিক সূর্যের আলোয় রাখবেন না জুঁই গাছ। ভোরের দিকে এবং সূর্যাস্তের আগে রোদে রাখুন জুঁই গাছ। . .
জুঁই ফুলের জন্য গাছের গোড়ায় দিন কলার খোসার কমপোস্ট। এতে ফুল হয়।
ফুল ফোটার পর গাছের ডাল অবশ্যই ছেঁটে দিতে হবে। এতে আরও বেশি ফুল ধরবে।