15 MAY 2025

BY- Aajtak Bangla

ছাদে বস্তায় কিলো কিলো 'আদা চাষ', আর কিনতে হবে না; পদ্ধতি

বাজার থেকে কিনবেন কেন, যখন বাড়িতেই চাষ করে নিতে পারেন আদা।

কম খরচে বাড়িতেই পেয়ে যাবেন কিলো কিলো আদা। শুধু চাষের সঠিক পদ্ধতি শিখে রাখতে হবে।

শুধু বাড়ির ছাদে না, বারান্দাতেও হবে আদা। কীভাবে? জানুন।

সবার প্রথমে মিশ্রণের জন্য কী কী লাগবে জানুন। 

প্রথমে একটি বস্তায় ৩ ঝুড়ি মাটি, ১ ঝুড়ি বালি, ১ ঝুড়ি গোবর সার ও দানাদার কীটনাশক ফুরাডান ৫জি ২৫ গ্রাম নিতে হবে। মাটির সঙ্গে গোবর, বালি ও ফুরাডান ভালোভাবে মিশিয়ে সিনথেটিক বস্তায় ভরে ঝাঁকিয়ে নিতে হবে। সম্ভব হলে ১  চা চামচ পটাশ সার মিশিয়ে নিন।

এবার একটি বালিভর্তি টবে তিন টুকরো অঙ্কুরিত আদা পুঁতে দিতে হবে। 

আদার কন্দ লাগানোর আগে ছত্রাকনাশক অটোস্টিন ২ গ্রাম বা লিটার জল দিয়ে শোধন করে নিতে হবে। অন্য ছত্রাকনাশকও ব্যবহার করা যাবে। শোধনের পর কন্দগুলো আধাঘণ্টা ছায়ায় রেখে শুকিয়ে নিতে হবে।

২০ থেকে ২৫ দিন পর আদা থেকে গাছ বেরোবে। তখন আদার চারা সাবধানে তুলে বস্তার মুখে ৩ জায়গায় বসিয়ে দিন। দিনের বেশিরভাগ সময় রোদ পায় এমন জায়গায় বস্তাটি রাখতে হবে। কয়েক সপ্তাহের মধ্যে আদা গাছ বড় হতে থাকবে।

চারা লাগানোর দু’মাস পরে ৪ চা চামচ সরষের খোল ও আধ চামচ ইউরিয়া মাটিতে দিন বস্তার মাটি মাঝে মাঝে খুঁড়ে একটু আলগা করে দিতে হবে।