21 FEBRUARY,2025
BY- Aajtak Bangla
পেয়ারার মতো এর পাতাতেও থাকে অনেক গুণ। যার মধ্যে রয়েছে চুল পড়া রোধ করার মতো গুনও।
বেশ কয়েকটি পেয়ারা পাতা ধুয়ে জলে ফুটিয়ে নিন, ঠান্ডা হলে ছেঁকে নিতে হবে।
শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করার পর, একদম শেষে ওই জল দিয়ে চুল ধুতে হবে।
পেয়ারার পাতা রক্ত সঞ্চালনা বাড়াতে সাহায্য করে, চুল ঘন হতে সাহায্য করে।
অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এই পাতা অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং চুল পড়া রোধ করে।
এই পাতায় উপস্থিত পুষ্টি উপাদান চুলের গোড়ায় পুষ্টি জোগায়।
পেয়ারায় থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান খুসকি দূর করে, স্ক্যাল্প ময়শ্চারাইজ রাখে।
পেয়ারা পাতা পেস্ট করে তাতে অ্যালোভেরা এবং দই মিশিয়ে মাস্ক হিসেবে ব্যবহার করা যায়।
নারকেল তেল বা অলিভ ওয়েলে এই পাতা দিয়ে ভাল করে ফুটিয়ে তেল তৈরি করে নিতে পারেন।
ডিসক্লেমার: এখানে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।