8 May, 2024
BY- Aajtak Bangla
অকালে চুল ঝরে গেলে বুড়ো লাগে। প্রাকৃতিক উপায়ে গজাবে চুল।
টাক দেখা দিতে শুরু করলেই প্রতিকার করুন। নইলে বাড়তে থাকবে।
প্রাকৃতিক জড়িবুটিতেই চুল গজাতে শুরু করবে। কীভাবে জেনে নিন
২০০ গ্রাম তিসি তেল, ৪টি পাতি লেবু, ১ কেজি মধু ও ৩টি রসুনের কোয়া।
প্রথমে রসুন আর পাতি লেবু ছোট ছোট টুকরো করে মিক্সারে বেটে নিন।
তার পর তিসি তেল এবং মধু মিশিয়ে দিন। সেটা একটি বোতলে ভরে ফ্রিজে রেখে দিন।
দিনে তিন বার খেতে বসার আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে এই মিশ্রণ খান এক চা-চামচ করে।
২ সপ্তাহ সময় লাগবে ফল পেতে। এর মধ্যেই টাকে নতুন চুল গজাতে শুরু করবে।
এই মিশ্রণ স্বাস্থ্যের উন্নতি ঘটায়। বাড়বে চোখের দৃষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা।
এছাড়া তিসির তেল মাথায় লাগাতে পারেন। চুলের বৃদ্ধি হবে দেখার মতো।