BY- Aajtak Bangla

থোকা থোকা লিচু ফলবে ঘরের টবেই, কায়দাটা জানুন

27  May 2025

গরমে যেসব ফল পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হল লিচু।

বাজার থেকে আমরা সাধারণত লিচু কিনে খাই। তবে ঘরের টবে লিচু পেড়ে খাওয়ার আনন্দই আলাদা।

ঘরের টবে সহজেই লিচু গাছ লাগাতে পারবেন এবং ফলও পাবেন। রইল পদ্ধতি...

লিচু গাছের জন্য শক্তপোক্ত বড় টব দরকার। মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট, বালিমাটি, ধানের চিটে নিতে হবে। নিম ও সর্ষের খোল মেশান।

লিচু চারা বসানোর জন্য টবে বড় করে গর্ত খুঁড়তে হবে। গাছ বসানোর পর হাল্কা জল দেওয়া জরুরি।

টবে যেন জল জমে না থাকে। শুধুমাত্র মাটি শুকিয়ে গেলে জল দিন। . ।

নিম খোল, সর্ষের খোল ছাড়াও হাড়গুঁড়ো, সিং কুচির মতো সার মেশাতে হবে।

গাছের ডালপালা ছেঁটে দেওয়া জরুরি। এতে ফল ধরার সম্ভাবনা বাড়বে।

গাছের পরিচর্যা ও পরিবেশের উপর নির্ভর করে কত তাড়াতাড়ি ফল আসবে।