27 September, 2023
BY- Aajtak Bangla
বাড়িতে অনেকেই ফুল লাগাতে পছন্দ করেন।
অনেকে বাড়িতে পদ্মফুল লাগাতে পছন্দ করেন। কিন্তু তাঁরা ভাবে পদ্মফুল শুধু নদী বা হ্রদেই হয়।
কিন্তু আপনি আসলে আপনার পুরনো বালতিতেই পদ্মফুল লাগাতে পারেন।
উপকরণ: - একটি বড় আকারের বালতি। - ৫-৬ মগ মাটি। - ১/২ বালতি জল। - ৫-৬টি পদ্মফুলের বীজ। - ১ মগ ভার্মি কম্পোস্ট।
প্রথমে একটি গ্লাসে পরিষ্কার জল নিয়ে পদ্মফুলের বীজ ওই জলে ৪-৫ দিনের জন্য রেখে দিতে হবে।
রোজ সেই গ্লাসের জল বদলাতে হবে।
এক সপ্তাহের মধ্যে বীজ অঙ্কুরিত হয়ে যাবে। ১৫-২০ দিনের মধ্যে সেই বীজের আকার বড় হয়ে যাবে।
পুরনো বালতি নিয়ে তাতে ৫-৬ মগ মাটি দিয়ে দিতে হবে। তারপর সেই বীজ মাটিতে এমন ভাবে রাখতে হবে যাতে পাতার দিক উপরের দিকে থাকে।
তারপর ২ মগ ভার্মি কম্পোস্ট দিয়ে দিতে হবে। এবার সেটার উপরে মাটি চাপা দিয়ে দিতে হবে।
এবার আলতো ভাবে জল ঢেলে মাটি থেকে ২ ইঞ্চি উপর পর্যন্ত ভরে দিতে হবে।
এক সপ্তাহের মধ্যে জল থেকে পদ্ম পাতা বেরোতে শুরু করবে।
এর সঙ্গে বালতিতে জল ভরে দিতে হবে। এতটা জল ভরে দিতে হবে যাতে ফিলের ডাল জলের নীচে চলে যায়।
এটি খেয়াল রাখতে হবে যাতে বালতি রোদে রাখা হয়।
২০-২৫ দিনের মধ্যেই পদ্মের কুঁড়ি আসা শুরু করবে।