গাঁদা ফুলে ভরবে গাছ, মাটিতে দিন এই জিনিস, টিপস ফুলচাষির

BY- Aajtak Bangla

06 December, 2024

শীতকালে বাগানের সৌন্দর্য বাড়াতে গাঁদা ফুলের জুড়ি নেই। এই সময় গাঁদা গাছে ফুল ফোটানোর সঠিক পদ্ধতি জানা প্রয়োজন।

সঠিক গাছ কিনুন সবচেয়ে ভাল মানের গাছ কিনুন। নয় তো যতই যত্ন নিন, বড় ফুল হবে না। চেনা নার্সারি থেকে কিনুন। নয়তো অভিজ্ঞ বাগানপ্রেমীর সাহায্য় নিন।

উপযুক্ত মাটি তৈরির পদ্ধতি – দোআঁশ মাটি+গোবর মাটি গাঁদার জন্য আদর্শ। – মাটির সঙ্গে জৈব সার ও কম্পোস্ট মিশিয়ে রোদে শুকিয়ে নিন। – মাটি সবসময় ঝরঝরে রাখতে হবে।

জল যেন জমে না থাকে গাঁদা ফুলের জন্য মাঝারি আকারের টব নির্বাচন করুন। টবের নিচে ড্রেনেজ হোল থাকা আবশ্যিক, যাতে জল জমে না থাকে।

মাটি শুকিয়ে গেলে তবেই জল গাঁদা গাছে নিয়মিত কিন্তু পরিমিত জল দিন। মাটি যাতে হালকা ভেজা থাকে কিন্তু জল জমে না থাকে, সেদিকে খেয়াল রাখুন।

সার দেওয়ার নিয়ম প্রতি ১৫ দিনে একবার তরল সার যেমন খোল সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করুন। এতে গাছ ফুলে ভরে যাবে।

সূর্যের আলো ও তাপমাত্রা – গাঁদা গাছের জন্য সরাসরি সূর্যের আলো জরুরি। – প্রতিদিন ৬-৮ ঘণ্টা সূর্যের আলো পেলে গাছ বেশি ফুল দেয়।

গাছের পরিচর্যা ও কীটনাশক প্রয়োগ – শুকনো পাতা বা মরা ডালপালা কেটে দিন। – পোকামাকড় হলে নিম তেল বা পরিবেশবান্ধব কীটনাশক ব্যবহার করুন।

ফুল পুরনো হলেই তুলে ফেলুন  ফুল শুকিয়ে গেলে তা কেটে ফেলুন। এতে গাছ নতুন কুঁড়ি তৈরি করতে উৎসাহ পায়।