10 NOV, 2024
BY- Aajtak Bangla
মন্দিরে বা বাড়িতে পুজোয় সবচেয়ে বেশি কাজে লাগে গাঁদাফুল। ফুল সাধারণত বাজার থেকে এনে ব্যবহার করা হয়।
কিন্তু আপনি কি জানেন যে কিছু সহজ উপায়ে শুকনো ফুল থেকেই গাঁদা গাছ তৈরি করা যায় বাড়িতে? আসুন আমরা আপনাকে গাঁদা গাছ তৈরি করার পদ্ধতি বলব।
প্রথমে পুরনো গাঁদাফুলের পাপড়ি আলাদা করে ভাল করে শুকিয়ে নিন। গাঁদাফুলের শুকনো পাপড়িই বীজ হিসেবে কাজ করে এবং তা থেকে একটি উদ্ভিদ প্রস্তুত করা হয়।
একটি ট্রে-তে হালকা ভিজে মাটি নিন। এবার মাটির উপরে গাঁদাফুলের পাপড়ি ছড়িয়ে দিন। তারপর মাটি দিয়ে পাপড়িগুলি চাপা দিয়ে দিন।
এবার ট্রে-টিকে প্লাস্টিকের মোড়ক দিয়ে ঢেকে দিন ও গরম জায়গায় রাখুন।
কয়েকদিনের মধ্যেই দেখবেন পাপড়ি থেকে অঙ্কুর বের হতে শুরু করেছে। চারাগাছ দেখা গেলেই প্লাস্টিকের মোড়কটি সরিয়ে ফেলুন।
এরপর ট্রেটিকে এমন জায়গায় নিয়ে যান যেখানে প্রতিদিন কমপক্ষে পাঁচ ঘণ্টা বা তার বেশি আলো পাওয়া যাবে। মাঝে মাঝে জল দিতে হবে।
চারাগাছ একটু বাড়লেই তাদের আলাদা আলাদা টবে লাগিয়ে দিন।
কিছুদিন পর থেকেই ওই চারাগাছ বড় হয়ে ফুল আসা শুরু করবে।