11 JANUARY, 2025
BY- Aajtak Bangla
বাগান করা অনেকের হবি বা অন্যতম প্যাশন। সবুজের সান্নিধ্যে যেমন ভালো হয় মন তেমন বাড়ি বসে পেতে পারেন টাটকা শাক সব্জি, ফল।
শীতকালে কমলালেবু খেতে আমরা সকলেই কমবেশি ভালোবাসি। একবার ভাবুন তো এই কলকাতায় বসে আপনি যদি দার্জিলিংয়ের কমলা ফলাতে পারেন কেমন হয়।
না একেবারেই হেঁয়ালি নয়, আসুন জেনে নিই কী ভাবে টবে ফলাবেন কমলালেবু।
চাষ মানেই কিন্তু অনেকটা জমির প্রয়োজন কিন্তু কলকাতার ফ্ল্যাট কালচারে তার সুযোগ কোথায়, তাই দেখে নেব টবে কিভাবে কমলার ফলন হতে পারে।
কমলালেবু চাষের জন্য প্রথম যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হল মাটি। প্রস্তুতির জন্য আপনার প্রধান উপকরণ লাগবে ৪০% সাধারণ মাটি ,আড়াইশো গ্রাম হাড়ের গুঁড়ো, আড়াইশো গ্রাম গোবর সার, আড়াইশো গ্রাম শাঁখ গুরো।
এই সমস্ত উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ১৫ দিনের জন্য জল দিয়ে মেখে রেখে দিতে হবে। এরপর মাটিতে চারভাগের একভাগ কোকোপিট মেশাতে হবে।
মাটি তৈরির পর কমলালেবুর গাছ ভালোভাবে মাটিতে বসিয়ে দিতে হবে। আপনাকে কিন্তু প্রতিনিয়ত ও কীটনাশক এবং সার গাছে ব্যবহার করতে হবে।
গাছে যখন কুড়ি ধরবে তখন প্রতি ১ লিটার জলে ১ মিলিলিটার মিরাকুলান এবং দুই গ্রাম এন্ট্রাকল ফাঙ্কিসাইড মিশিয়ে ভালো করে স্প্রে করতে হবে প্রতিনিয়ত গাছে।
এইভাবে ৬ মাস গাছটির যত্ন নেওয়ার পর গাছে ফল ধরবে।
এইসব কটি উপকরণ যে কোন বড় নার্সারিতে পেয়ে যাবেন।
গাছ বড় হয়ে গেলে নিয়মিত ছাঁটতে হবে। ব্যস আর কি শীতের সময় দেখবেন দার্জিলিং নয় সবাই আপনার ফলানো কমলালেবুর উচ্চকিত প্রশংসা করছেন।