9 January 2025
BY- Aajtak Bangla
শীতে কমলালেবু খেতে অনেকেই ভালবাসেন। এই সময় বাজারে ছেয়ে থাকে কমলালেবু।
তবে ঘরের টবেও কমলালেবু ফলতে পারে। ঘরেই কমলালেবুর গাছ লাগাতে পারেন।
ঘরে কমলালেবুর গাছ লাগানোর জন্য নার্সারি থেকে গাছের চারা ভাল করে বেছে কিনে আনুন প্রথমে।
চারা গাছ লাগানোর সময় ১০-১৪ ইঞ্চির টব লাগবে। গাছ বাড়লে ২৪ ইঞ্চির টব হতে হবে।
মাটিতে জৈব সার মেশাতে হবে। মাটিতে জল নিষ্কাশন ব্যবস্থা ভাল হতে হবে।
কমলালেবু গাছের টবকে ৬-৮ ঘণ্টা সূর্যালোকে রাখতে হবে।
টবের মাটি শুকনো হলে তবেই জল দিতে হবে। বেশি জল দেবেন না।
গাছের গোড়ায় হাড়ের গুঁড়ো দিতে পারেন। এতে ফলন ভাল হবে।