4 September, 2024

BY- Aajtak Bangla

v

টবে ছোট্ট পেঁপে গাছেই হবে বাম্পার ফলন, খালি দিন এই সস্তার জিনিস

পুষ্টিকর ফলের মধ্যে অন্যতম পেঁপে। অনেক বাড়িতেই কিন্তু এই গাছ রয়েছে। 

পর্যাপ্ত পরিমাণে উঠোন না থাকলে টবেও এই গাছ চাষ করা যায়।  কী সার দেবেন?

তিন ফুট গাছ থেকেই ফল ধরবে। গাছের পাতাও হলুদ হবে না। কীভাবে?

টবে পেঁপে গাছ লাগানোর সময় দেখবেন গাছের গোড়ায় জল না জমে যায়। জল জমলে বৃদ্ধি ব্যাহত হয়।

পেঁপে গাছ বেড়ে ওঠে নীচের দিকের পাতাগুলি হলুদ হয়ে যায়। সেই সব পাতা ছেঁটে দিন।

পেঁপে গাছে সার দেওয়ার নিয়ম রয়েছে। পেপে গাছের গোড়ার মাটি খুড়ে নিন। গাছের শিকড়ে যেন আঘাত না লাগে।

  প্রথমেই দিন ডিএপি সার। এই সার গাছের বৃদ্ধি বাড়ায়। দীর্ঘ সময় সবুজ ও সতেজ রাখে।

ছোট টবে গাছ বসালে ডিএপি-র ১৫ থেকে ২০ টি দানা দিন।

পেঁপে গাছের বৃদ্ধি ঘটাতে পটাশ সার দিন। গাছে দ্রুত ফুল ও ফল আসে।

গাছের পাতা খুব বেশি হলুদ হয়ে গেলে, ফুল আর ফল না এলে ইউরিয়া সার দিন। এক লিটার জলে পাঁচ গ্রাম।

গাছ বেড়ে ওঠার সময় ১৫ থেকে ২০ দিন অন্তর অন্তর সর্ষের খোলা দিন।

সার দেওয়ার পর জল দিতে ভুলবেন না! সেই জল যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ আর জল দেওয়ার দরকার নেই।।