BY- Aajtak Bangla
7 FEB 2025
আমরা যেসব সবজি রোজ খাই, তার মধ্যে অন্যতম হল আলু।
রোজকার খাওয়াদাওয়ায় আলু থাকেই। বাজার থেকে আলু কিনতে হয় আমাদের।
তবে ঘরের টব বা গামলাতেও আলু ফলবে। চাষ করতে হবে এভাবে...
টবে লাগান আলু গাছ। গামলাতেও আলু গাছ লাগাতে পারেন।
যে পাত্রে আলু গাছ লাগাবেন, তাতে যেন জল নিষ্কাশনের ব্যবস্থা থাকে ভাল।
নুড়ি পাথর, বালি দিতে হবে। এতে অতিরিক্ত জল মাটির নীচে চলে আসবে। আলুর গোড়া পচবে না। ।
আলু চাষের জন্য দোআঁশ মাটি ব্যবহার করতে হবে। মেশাতে হবে জৈব সার।
মাটির ১-২ ইঞ্চি নীচে পুঁততে হবে অঙ্কুরিত আলু। অন্তত ৬ ঘণ্টা গাছকে রোদে রাখতে হবে। তাহলেই আলুর ফলন ভাল হবে।