15 OCTOBER, 2024

BY- Aajtak Bangla

অক্টোবরে বাড়ির টবেই করুন মূলো চাষ, শীতকাল জুড়ে খাবেন; সহজ পদ্ধতি

মূলো বাজারে এসে গেছে। লাবড়াতে অনেকে মূলো দেন। শীতে প্রচুর মুলো খাওয়া হয়, সেই সঙ্গে মূলো শাকও। বাড়িতে মুলো চাষ করলে বাজার থেকে কেনার প্রয়োজন হবে না।

জেনে নিন অক্টোবর মাসে একটি পাত্রে মুলোর চারা কীকরে পুঁতে চাষ করবেন।

প্রথমে মূলোর বীজ একদিন জলে ভিজিয়ে রাখুন। এরপর মাটি ও গোবর সার মিশিয়ে একটি পাত্র ভরাট করুন।

এরপর বীজগুলিকে মাটির ভিতরে প্রায় ১-২ ইঞ্চি গভীরে পুঁতে দিন এবং এক মগ জল যোগ করুন।

প্রতিদিন একবার মূলো গাছে জল দিন এবং পর্যাপ্ত সূর্যালোক আছে এমন জায়গায় রাখুন।

প্রতি মাসে মূলো গাছে জৈব সার যোগ করুন এবং পোকামাকড়ের ক্ষেত্রে প্রাকৃতিক কীটনাশক স্প্রে করুন।

প্রায় ৪ থেকে ৫ মাসের মধ্যে, মূলো গাছটি খাওয়ার জন্য যথেষ্ট বড় হয়ে উঠবে। এরপর মাটি থেকে উপড়ে মূলো ব্যবহার করতে পারেন।