22 December, 2023

BY- Aajtak Bangla

গোলাপ গাছ বাঁচে না? এই ভুলগুলি করছেন না তো?

ফুল সুদ্ধ গোলাপ গাছ এনে বসালেন। কিন্তু কয়েকদিন যেতে না যেতে তা মরে গেল।

অনেকেরই এই অভিজ্ঞতা রয়েছে। আশাহত হয়ে গাছ করাই ছেড়ে দেন।

কিন্তু সহজ কিছু নিয়ম মানলেই গোলাপ গাছ বাঁচানো যাবে। জেনে নিন এক নজরে। 

গাছের গোড়ায় যেন একেবারেই জল না জমে। মাটি ভেজা থাকলে শেকড় পচে যায়। 

মাটি ভিজে থাকা অবস্থায় জল দেবেন না। মাটি সম্পূর্ণ শুকনো হলে তবেই জল দেবেন। 

মাটির গুণমানেও নজর দিন। উর্বর, ভাল সার না হলে গাছ বাঁচবে না। নার্সারি থেকে মাটি কিনুন বা নিজে বানান।

রোদ না পেলে কিছুতেই ভাল গোলাপ গাছ হবে না। বেঁচে থাকবে, কিন্তু ফুল ফুটবে না। 

অতিরিক্ত সার দেবেন না। সারের তেজে গাছের পাতা, কুঁড়ি জ্বলে যেতে পারে। 

মাটির টবে গাছ বসাবেন। প্লাস্টিকের টব বা পলিথিনের প্যাকেটে গোড়া দ্রুত পচে যায়।