BY- Aajtak Bangla
17 SEPTEMBER, 2025
গোলাপ এক প্রকার সুপরিচিত ফুল যা আধুনিক মানুষের কাছে সৌন্দর্যের প্রতীক ও ভালোবাসার প্রতীক হিসেবে সমাদৃত।
অনেকে গোলাপকে ফুলের রানি বলে উল্লেখ করেন। এই ফুল পছন্দ করেন না, এরকম মানুষ খুব কমই আছে।
বেশীরভাগ সময় বেশি টাকা দিয়ে গোলাপ কিনতে হয় দোকান থেকে।
বাড়িতেও গোলাপ চাষ করা যায়। ছাদের উপরে টবে বা বাগানে করতে পারেন চাষ। রইল কিছু টিপস।
অনেকেই অজানা, অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গোলাপ চারা রোপনের আদর্শ সময়।
এর জন্য লাগবে- আট ইঞ্চির টব (টবে চাষ করলে), দোআঁশ মাটি, গোবর সার, বালি, সরষের খোল, পাতা পচা সার ইত্যাদি।
এই সব কিছু মিশিয়ে প্রায় এক সপ্তাহ রেখে দিন। টব সবসময় রোদে রাখবেন।
গোলাপ চারা পুঁতে দিন টবে, তবে মরা ডালপালা ছেঁটে দেবেন অবশ্যই।
২-৩ দিন পরপর জল দিন, অবশ্যই খেয়াল রাখবেন গাছের গোঁড়ায় যেন জল না জমে।
মাঝে মাঝে গাছ কেটে গোবর সার দিয়ে দিন। রাতে তাপমাত্রা কম হয়ে গেলে তখন টবে জল দেবেন।
জলের মধ্যে রসুন থেঁতো করে এবং গুঁড়ো লঙ্কা দিয়ে ভিজিয়ে গাছে স্প্রে করুন, দেখবেন গাছ ভাল থাকবে।