14 january, 2024

BY- Aajtak Bangla

এভাবে বাড়ির টবে লাগান এই গাছ, শনির কৃপায় কাটবে বাধা

শমী গাছের গুরুত্ব বিশাল। ঘরে ইতিবাচকতা থাকে। সেই সঙ্গে মেলে শনির কৃপা। কারণ এই গাছ বড়বাবার প্রিয়।

বাড়িতে শমী গাছ লাগালে কাজে উন্নতি হয়। শনির কৃপায় বাধা কাটে। রোগবালাই থাকে দূরে।

বাড়িতে গামলায় বসাতে পারেন শমী গাছ। কীভাবে পরিচর্যা করবেন, জেনে নিন

ডাল কেটে বা বীজ বপন করতে পারেন গামলায়। একটি সুস্থ গাছের প্রায় ৬ ইঞ্চি লম্বা কাটিং বসান। আর বীজ হলে বাজার থেকে কিনুন।

বীজ কিনে ২৪ ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। ভেজানোর পরে আলতো করে খোসা ছাড়িয়ে নিন। তারপর মাটিতে বীজ পুঁতে দিন।

অঙ্কুরোদগম করতে সূর্যালোকে রাখুন গামলা। প্রচুর পরিমাণে জল দিন, যাতে মাটি শুকিয়ে না যায়।

গাছটি শিকড় বেরিয়ে গেলে জল দেওয়া কমিয়ে দিন। তখন খালি মাটি শুকিয়ে গেলেই জল দিন। 

এই গাছকে সূর্যালোকে রাখুন। তবে বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না। গরম কালে সরাসরি রোদে রাখবেন না।

শমী গাছের বৃদ্ধির জন্য জৈব সার দিন। সর্ষের খোলও দিতে পারেন। সেক্ষেত্রে সর্ষের খোল ভিজিয়ে রাখুন। এক সপ্তাহ পর চারধারে দিন।

কীটপতঙ্গ দূরে রাখতে নিম পাতা জলে ভিজিয়ে রাখুন। সেই জল স্প্রে করুন। শমী গাছ আনবে সম্পদ-সমৃদ্ধি।