BY- Aajtak Bangla

গরমে তুলসী গাছ হু হু করে বাড়বে, শুধু মেশান রান্নার এই মশলা

5 APRIL, 2025

হিন্দু ধর্মে তুলসী গাছের আলাদা গুরুত্ব রয়েছে। প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ রয়েছে।

তুলসী গাছ

তুলসী গাছ আমাদের শরীরের জন্যও খুব উপকারী। তুলসী পাতা খেলে শরীর চাঙ্গা থাকবে।

তুলসী পাতা

গরমে অনেকের বাড়িতেই তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে। তুলসী গাছ শুকিয়ে গেলে অমঙ্গল হয়।

অমঙ্গল

তাই তুলসী গাছ যাতে সতেজ থাকে, তার জন্য যত্ন নিতে হবে।

যত্ন

তুলসী গাছের তলায় নুন দিন। এতে তুলসী গাছ দ্রুত বড় হয়ে উঠবে।

নুন

নুন মাটির পুষ্টি বাড়িয়ে দেয়। তাই তুলসী গাছের তলায় নুন দিলে গাছ বড় হয়ে উঠবে।

পুষ্টি

নুন-জল তুলসী গাছের গায়ে স্প্রে করলে সবুজ পাতায় ভরে উঠবে গাছ।

সবুূজ পাতা

তুলসী গাছে নুন দিলে পোকামাকড়ের উপদ্রব কমে যাবে। ফলে গাছ ভাল থাকবে।

পোকা