12 November, 2024

BY- Aajtak Bangla

মুখে মুখে তর্ক করে সন্তান? না চেঁচিয়ে সিধে করুন এই ৫ উপায়ে

সকল মা-বাবাই সন্তানকে চিন্তায় থাকেন। সুশৃঙ্খল সন্তান চান।

অনেক সময় শিশু অতিরিক্ত জেদি হয়ে যায়। একগুঁয়েমি করে। 

সন্তান জেদি হলে কীভাবে বাগে আনবেন? রইল তার টিপস।

শিশু আবদার না মানলে কান্নাকাটি ও জেদ করে। ঘাবড়াবেন না। তখন তাঁকে ছেড়ে দিন। 

সন্তান শান্ত হওয়ার পর তাঁকে বোঝান। আর সঙ্গে সঙ্গে আবদার মানবেন না।  

শিশুদের উপর অন্যের সামনে বকবেন না। এতে সে একগুঁয়ে হয়ে ওঠে।

অনেক সময় শিশুরা বিরক্ত হয় কারণ শারীরিক বা মানসিক সমস্যা। না বকে সেটা বুঝুন।

নিজে আগে সুশৃঙ্খল হোন। স্বামী-স্ত্রী ঝগড়া করবেন না। নিজের মা-বাবাকে সম্মান করুন। সে ওটাই শিখবে। 

সন্তানের সঙ্গে সময় কাটান। তাঁর সঙ্গে খেলুন। দেখবেন জেদি হবে না।