BY- Aajtak Bangla

সহকর্মী খিটখিটে, অফিসে সামাল দিন ৫ ভাবে

22nd January, 2025

কর্মজীবী মানুষেরা যতটা সময় বাড়িতে কাটান, তার চেয়ে অনেক বেশি সময় কাটিয়ে থাকেন অফিসে।

সহকর্মীদের সঙ্গে একসঙ্গে কাজ করা, চা খেতে যাওয়া সবটাই হয়।

তবে সব সহকর্মী যে একই স্বভাবের হবে, সেরকমটা নয়। প্রায় সব অফিসেই এমন দুয়েকজন থাকেন, যাদের সঙ্গে সবারই ঝামেলা বেধে থাকে।

এরা সাধারণত খিটখিটে মেজাজের হয়ে থাকেন এবং অন্যদের সমস্যার কারণ হন। তাই এই সহকর্মীদের এভাবে সামলান।

খিটখিটে বা বিরক্তিকর সহকর্মীর সঙ্গে যত কম যোগাযোগ করবেন ততোই ভালো। যতটুকু কথা বলবেন, মেপে বলুন।

কাজের বাইরে অতিরিক্ত কোনও কথাই এই সহকর্মীদের সঙ্গে না বলাই ভাল।

তার উদ্ধত ব্যবহারে আপনি সংযত থেকে সীমিত প্রতিক্রিয়া দিন। মেজাজ দেখালে তা ভদ্রভাবে এড়িয়ে চলুন।

নিজের কাজ নিয়ে খুশি থাকার চেষ্টা করুন। দেখবেন অন্য কারও আচরণ আপনার কাছে পাত্তাই পাবে না।

সব ধরণের প্রচেষ্টার পরেও যদি দেখেন খিটখিটে সহকর্মীর ঔদ্ধত্যের সঙ্গে মানিয়ে নেয়া যাচ্ছে না এবং সাধারণ অফিসিয়াল কথা বলতে গেলেও আপনাদের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছে তাহলে যথাযথ কর্তৃপক্ষের শরণাপন্ন হন।