29 AUGUST 2024
BY- Aajtak Bangla
এখন বহু ছেলেমেয়েরা বিয়ে নিয়ে নানা আশা-আশঙ্কায় ভোগেন। এখন ছেলেরাও এর বাইরে নেই।
শ্বশুরবাড়িতে শাশুড়ি কেমন হবে এই চিন্তা কার না হয়। মেয়ের মা হোক বা ছেলের মা। শাশুড়ি জাঁদরেল হলে আর রক্ষে নেই।
অনেক সময় শোনা যায় সংসার ভাঙনের পিছনে শাশুড়ির হীনমন্যতা জড়িয়ে থাকে।
শাশুড়ির তাণ্ডবে রাতের ঘুম উড়ে গিয়ে থাকলে ৭ উপায় খুব কাজে আসতে পারে। দেখে নিন কী কী করতে হবে।
রান্নাবান্না বা ঘরের কোনও কাজ নিয়ে শাশুড়ির সঙ্গে মতবিরোধ হলে ঝগড়া এড়ান। একটা বয়সের পর উনি নিজেকে বদলাতে পারবেন না। বরং তার কথা মেনে নিয়ে মাঝামাঝি জায়গায় রফা করুন।
শাশুড়ি যদি সারাক্ষণ নিজের মত চাপিয়ে দেন তবে ঝগড়া না করে বলুন সব কিছু নিয়ে জোর খাটানো যাবে না।
শাশুড়িকে কিছু কিছু কাজে কৃতিত্ব দিন। মাঝে মাঝে তাঁর প্রশংসাও করুন।
যদি শাশুড়ির কথায় মাথা আগুন হয়ে যায় মেজাজ না হারিয়ে নিজেকে সেই জায়গা থেকে সরিয়ে নিন। গান শুনুন বা সিরিজ, সিনেমা দেখুন।
কখনওই শাশুড়িকে নিয়ে সবসময় স্বামী বা স্ত্রীয়ের কাছে নিন্দে করবেন না। মেয়ে বা ছেলে উভয়ই এটা মানবেন।
নাতি-নাতনি যদি দিদা বা ঠাকুমার কাছে যেতে চায়। এই সম্পর্কের মাঝে নিজে ঢুকতে যাবেন না।
বাঁকা কথা বললেও মেজাজ হারিয়ে ফেলবেন না। আপনি চুপ থাকলে তিনি ক্লান্ত হয়ে চুপ করে যাবেন।