13 April, 2025
BY- Aajtak Bangla
বাঙালি তর্কপ্রিয় জাতি। রাজনীতিক বিতর্ক হলে তো কথাই নেই।
কিন্তু প্রেম-প্রেমিকার রাজনীতির তর্কে ব্রেকআপ করাতে পারে। কীভাবে এড়াবেন?
রাজনৈতিক মতাদর্শ আলাদা থাকলেও দুটি মানুষ প্রেম করতে পারেন। তবে সেটা সম্ভব যদি এই ৫ টিপস মানেন।
কারও মত বদল করার চেষ্টা করবেন। মানে আপনার পক্ষে আনার! এতে অশান্তি বাড়বে।
আমিই ঠিক এটা প্রমাণ করার চেষ্টা করবেন না। বরং যুক্তি দিয়ে শুনুন। মাঝে মধ্যে তাঁর সঙ্গে সহমত হোন।
পার্টনারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে ঠাট্টা-তামাশা করবেন না। তাঁর আত্মসম্মানে আঘাত লাগতে পারে।
এই গাছে সিট্রোনেলা নামক একটি উপাদান থাকে। যা সাপ অপছন্দ করে। এর সুগন্ধ মশা এবং পোকামাকড়কেও দূরে রাখে।
প্রেমিকার সঙ্গে দেখা হলে ভালোবাসার কথা বলুন। অন্য দিকে কথা ঘোরান।
পার্টনার রাজনীতির কথা বলা শুরু করলে কৌশলে বিষয় বদলে দিন। এনিয়ে তর্ক করতে যাবেন না।
বিতর্ক ঝগড়ায় গড়ালে থেমে যান। একটাও কথা বলবেন না। পার্টনারের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে বিষয় ঘুরিয়ে দিন।