BY- Aajtak Bangla
25 NOVEMBER 2025
অনেক সময় খুব তাড়াতাড়ি খেতে গিয়ে গরম চা বা খাবারে জিভ পুড়ে যায়। এর ফলে অনেক সমস্যায় পড়তে হয়।
এই অবস্থা হলে কিছু খেতে সমস্যা হয়। এমনকী ব্যথাও হতে পারে।
জিভ পুড়ে গেলে রান্না যতই ভাল হোক না কেন, স্বাদ পাওয়া যায় না।
কিছু ঘরোয়া প্রতিকারে সেক্ষেত্রে কিছুটা স্বস্তি পেতে পারেন।
জিভ পুড়লে ব্যথা কমানোর সবচেয়ে সহজ এবং দ্রুততম উপায় ঠাণ্ডা জল।
তাৎক্ষণিক স্বস্তি পেতে বরফ লাগালে কিছুটা আরাম পাবেন।
অ্যালোভেরা জেল ব্যবহার করলে দ্রুত ব্যথা নিরাময় হবে। প্রাকৃতিক অ্যালোভেরা জেল ব্যবহার করুন।
মধু হল আরেকটি প্রাকৃতিক প্রতিকার যা পোড়া জিভের নিরাময়ে সাহায্য করতে পারে। আক্রান্ত স্থানে অল্প পরিমাণ মধু লাগান।
দুধ এবং দইয়ের মতো দুগ্ধজাত দ্রব্যের নিরাময় বৈশিষ্ট্য রয়েছে এবং পোড়া জিভকে ঠাণ্ডা করতে পারে।