14 April, 2024
BY- Aajtak Bangla
ভারত বহু জাতের সাপের দেশ। সাপের কামড়ে মৃত্যুও হয় প্রতিবছর।
সাপে কামড়ানোর পর সেটি বিষাক্ত ছিল কিনা তা জানা খুবই দরকার। বিশেষজ্ঞরা বলছেন, ৪টি জিনিস দেখেই শনাক্ত করতে সক্ষম হবেন সাপটি বিষধর কিনা।
সাপের চোখ দেখলে বুঝতে পারবেন সেটি বিষাক্ত কিনা। বিষধর সাপের মণি চেরা বা ডিম্বাকার হয়। আবার বিষ নয় এমন সাপের মণি গোলাকার।
বিড়ালের চোখের মতো বিষাক্ত সাপের মণি পাতলা, কালো। হলুদ-সবুজ চোখের বল রয়েছে। ব্যতিক্রম প্রবাল সাপের মণি গোলাকার।
বিষধর সাপের মাথা ত্রিভূজাকার হয়। বিষহীন সাপের মাথা গোলাকার। বিষাক্ত সাপ জলের কাছাকাছি থাকে। গরম জায়গায় থাকে সাপেরা।
বিষাক্ত সাপ কাছে আসতে দেখলেই জোরে জোরে হিস হিস করে। লেজ দ্রুত নাড়াচড়া করে।
বিষাক্ত সাপ হলুদ, বাদামী ও কালো রঙের। আবার গাঢ় কফি রঙের হতে পারে।
বিষধর সাপ ২০ ইঞ্চি থেকে ৮-৯ ফুট পর্যন্ত লম্বা। লেজে ছোট কাঁটা থাকে। এতে বিষও থাকে। লেজের অংশ একটু পাতলা।
বিষাক্ত সাপগুলির মুখের অংশ অনেক বড় হয়। ঘাড় থেকে লেজ কিছুটা সরু। সারা শরীরে থাকে চাকা চাকা দাগ।
তবে সাপে কামড়ালে হাসপাতালে যান। বিষধর কিনা সনাক্ত করতে কাছাকাছি যাবেন না।