BY- Aajtak Bangla
7 May 2025
সর্ষের তেল ছাড়া রান্না হবেই না। তাই রোজকার রান্নায় সর্ষের তেল লাগেই।
বাজারে নানা কোম্পানির সর্ষের তেল পাওয়া যায়।
তবে অনেক সময়ই বাজার থেকে কেনা সর্ষের তেল ভেজাল হয়।
কীভাবে বুঝবেন সর্ষের তেল খাঁটি না ভেজাল? সহজ ট্রিকস রইল...
সর্ষের তেল কিনে তা বোতলে ঢেলে ফ্রিজে রেখে দিন।
৩-৫ ঘণ্টা পর যদি দেখেন বোতলের তলায় ঘন কোনও তেল জমা হয়, তা হলে বুঝবেন তা ভেজাল।
সর্ষের তেলে যদি হাল্কা, মিষ্টি সুগন্ধির মতো গন্ধ আসছে, তা হলে বুঝবেন ভেজাল মেশানো আছে।
ব্লটিং পেপারে কয়েক ফোঁটা সর্ষের তেল ফেলুন। যদি দেখেন ব্লটিং পেপারে গাঢ় কালচে ছোপ পড়ছে, তা হলে বুঝবেন তেল ভেজাল।