2 APRIL, 2025
BY- Aajtak Bangla
এরা আপনার বন্ধুরূপী শত্রু, চেনার সহজ পথ দেখিয়েছেন চাণক্য
বন্ধুর বেশেও শত্রু ছড়িয়ে রয়েছে চারদিকে। একটু বেফাঁস হলেই ফাঁদে পড়বেন।
শত্রু চিনতে অনেকে ভুল করেন। আর এই চিনতে ভুল করার জন্যই শত্রুকে পরাজিতও করতে পারেন না।
তবে কয়েকশো বছর আগে চাণক্য শত্রুকে পরাজয়ের সহজ উপায় বলে দিয়েছেন।
চাণক্যের এই নীতি মানতে পারলে, শত্রুদের উপর বিজয় সহজেই পেতে পারেন। জীবনে সব ক্ষেত্রে সফলও হবেন।
শত্রুকে হারানোর জন্য চাণক্য বলছেন, অফিসে বা সমাজে বন্ধু নির্বাচনে সজাগ থাকুন।
কুসঙ্গ এড়িয়ে যান। খারাপ সঙ্গে মানেই শত্রু বাড়বেই।
বাণী বা ভাষায় নিয়ন্ত্রণ আনুন। যে ব্যক্তির বাণী-দোষ রয়েছে, তার প্রচুর শত্রু।
ভাল ও সুমধুর কথাতেই সব কাজ হয়। না হলে অজান্তেই শত্রু বাড়ে।
নেশা পরিত্যাগ করুন। নেশাগ্রস্থ ব্যক্তির শত্রু বাড়তে থাকে।
যদি শত্রুকে চিনে ফেলেন, কোনও রকম প্রতিক্রিয়া না দেখিয়ে নিঃশব্দে তার গতিবিধি, দুর্বলতা খুঁজে বার করুন। বুঝতে দেবেন না।
Related Stories
মস্তিষ্কে রক্ত জমাট বাঁধছে, এই ৪ লক্ষণ দেখলেই ডাক্তারের কাছে যান
ঘোড়ার নাল ঝুলিয়ে দিন ঘরের দরজায়, ব্যস, রাতারাতি জীবন বদল
বালিশের নীচে লবঙ্গ রেখে শুয়ে পড়ুন, রাতে খেলা হবে!
হাড়ে হাড়ে টের পাবেন, গাঁটের ব্যথা পালাবে বাংলার এই চাটনিতে