12 February, 2025

BY- Aajtak Bangla

v

ভেজাল বিকোচ্ছে বাজারে, এই সহজ ট্রিকসে চিনুন খাঁটি মধু

মধুর গুণ বলে শেষ করা যাবে না। ত্বকের সৌন্দর্য, রোগ প্রতিরোধের মধু সেরা দাওয়াই।

বাজারে নকল মধুর ভিড়ে আসল মধু চেনা দায়! 

তবে নকল মধু চেনার খুব সহজ উপায় আছে। রইল ৭ টিপস।

আসল মধু ঘন ও অনেক বেশি আঠালো। নকল মধু হয় পাতলা ও কম আঠালো।  হাতের আঙুলে দিয়ে বুঝতে পারবেন।

এক গ্লাস জলে এক চামচ মধু দিয়ে নাড়ান। মধু জলের সঙ্গে মিশে গেলে ভেজাল। ছোট পিণ্ডের মতো থাকলে আসল।  

আসল মধুতে ফেনা হয় না। ভেজালে ফেনা হয়। অল্প জলে মধু নিয়ে ভিনেগার মেশান। ফেনা হলে মধু ভেজাল।

ভেজাল মধুতে আগুন ধরে না। আসলে দ্রুত আগুন ধরে। তুলো মধুতে ভিজিয়ে আগুন ধরিয়ে দেখে নিন।

বেশ কিছুদিন ঘরে রেখে দিলে মধুতে চিনি জমে। মধু গরম জলে কিছুক্ষণ রেখে দেখুন। এই চিনি গলে যাবে। ভেজাল মধুতে তা হবে না।

এক টুকরো ব্লটিং পেপারে কয়েক ফোঁটা মধু দিন। কাগজ সম্পূর্ণ শুষে নিলে বুঝবেন খাঁটি নয়।

এক টুকরো সাদা কাপড়ে মধু মাখান। আধ ঘণ্টা রাখুন। জল দিয়ে ধুয়ে ফেলুন। দাগ থেকে গেলে বুঝবেন মধু খাঁটি নয়।