BY- Aajtak Bangla

খাঁটি সোনা চিনুন বাড়িতে বসে, স্বর্ণকারের ৫ টিপস

4 May, 2025

সোনার প্রতি ভারতীয় মহিলাদের আকর্ষণ চলে আসছে সেই যুগ যুগ ধরে।

দাম যতই বাড়ুক না কেন সোনা কেনার কমতি হয় না।

কষ্ঠি পাথরে সোনা ঘষে সোনার সত্যতা যাচাই করেন স্বর্ণকাররা। কিন্তু কষ্ঠিপাথর তো সবার কাছে থাকে না।

সোনা চেনার ঘরোয়া কৌশল তাহলে শিখে নিন।

যে সোনার গয়না আপনি কিনছেন সেটি খাঁটি কিনা বোঝার জন্য হলমার্ক চিহ্ন দেখে নিন। বেশিরভাগ সময়েই হলমার্ক চিহ্ন গয়নার ভিতরের দিকে দেওয়া থাকে।

সাধারণত ক্যারট অনুযায়ী ২৪, ২২, ১৮, ১৪ বা ১০ এই নম্বরগুলি লেখা থাকে। নম্বর যত বেশির দিকে থাকবে বুঝতে হবে সোনার গুণগত মান তত ভালো।

নাইট্রিক অ্যাসিড সোনার সঙ্গে কোনও রাসায়নিক বিক্রিয়া করে না, কিন্তু অন্য ধাতুর সঙ্গে এর রাসায়নিক বিক্রিয়া করে।

একটি বড় গামলা বা গভীর পাত্রে দুই গ্লাস জল নিন। তাতে কিনে আনা সোনার গয়না ফেলে দেখুন সেটা ভাসছে কিনা। যদি ভাসে তা হলে বুঝতে হবে সেটা নকল। খাঁটি সোনা জলে তাড়াতাড়ি ডুবে যায়।

চুম্বকের সঙ্গে সোনা যদি আটকে যায় তাহলে সেই সোনা খাঁটি নয়, আসল সোনা চুম্বককে আকৃষ্ট করে না।

একটি চিনামাটি বা সেরামিকের প্লেট নিন। এবার তার উপর দিয়ে সোনার গয়না রাখুন, সেটি আস্তে আস্তে ঘষুন। যদি দেখেন প্লেটের উপর কালচে দাগ পড়ছে তাহলে বুঝবেন যে সোনা কিনতে গিয়ে আপনি ঠকেছেন।