2nd November, 2024
BY- Aajtak Bangla
বিয়ের মতো চির বন্ধনের সম্পর্ক ইদানিং কেমন ঠুনকো হয়ে গিয়েছে। দু-একটি বিষয়ে মতের অমিল হলেই এখন বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলছেন অনেক দম্পতি।
তবে অনেক ক্ষেত্রেই স্বামীদের পরকীয়ায় জড়িয়ে পড়ার কথা শোনা যায়। কিন্তু কী করে বুঝবেন যে আপনার স্বামী পরকীয়া করছেন।
সঙ্গী ফোনের পেছনে কতটা সময় ব্যয় করছেন সেদিকে নজর রাখুন। একসঙ্গে বসে থেকে বা ঘুরতে গেলে যদি তিনি ফোন নিয়েই ব্যস্ত থাকেন, মেসেজ বা ইন্টারনেট ব্রাউজিং করেন- তাহলে তা নিশ্চিতভাবে অন্য একটি সম্পর্কেরই ইঙ্গিত।
সঙ্গী যদি আপনাকে আগের চেয়ে কম সময় দেওয়া শুরু করেন, তাহলে এটিও একটি লক্ষণ হিসেবে ধরে নেওয়া যায়। বাড়িতে থেকেও যদি আপনার সঙ্গে কম কথা বলে তাহলে তিনি অন্য কোনও সম্পর্কে রয়েছেন।
সঙ্গী যদি পরিবার ও বন্ধুবান্ধবের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে বিনা কারণে, তাহলে ধরে নিতে পারেন তিনি পরকীয়ায় লিপ্ত।
আপনার সঙ্গীটির মুখে যদি নতুন কোন একটি নাম ঘন ঘন শুনতে পান, তবে এটাও পরকীয়ার একটা ইঙ্গিত।
আগে যে কথাগুলো শুনলে রাগত না কিন্তু এখন রেগে যায় এবং কথায় কথায় বিরক্তি প্রকাশ করলে বুঝে নিন সঙ্গীর মন আর সংসারে নেই।
সঙ্গী যদি আপনার সঙ্গে সহবাসে নেতিবাচক মনোভাব ব্যক্ত করেন তাহলে আপনি এটি পরকীয়ার নিশ্চিত লক্ষন হিসেবে ধরতে পারেন।
আপনার প্রতিদিনের রুটিন যদি খুঁটিয়ে জিজ্ঞাসা করতে শুরু করেন স্বামী তাহলে নিশ্চিত থাকতে পারেন যে আপনার চোখ এড়িয়ে নিরাপদে সম্পর্ক চালিয়ে যেতেই তার এত জিজ্ঞাসা।
স্বামী যদি হঠাৎ করেই শৌখিন হতে শুরু করেন অর্থাৎ দামি পারফিউম মাখা, ক্রিম মাখা এইসব দেখলে আপনি ধরে নিন আপনার স্বামী কাউকে ইমপ্রেস করার চেষ্টা করছেন।