7 january, 2024
BY- Aajtak Bangla
প্রত্যেক অভিভাবকই চান তাদের সন্তান সাবলীল ইংরেজি বলুক। ভালো স্কুলে পড়তে পাঠান। টিউশনও দেন।
সন্তান ভালো ইংরেজি বলতে পারলে অভিভাবকদের মনোবলও বাড়ে। তবে বাড়ির পরিবেশও ঠিক রাখতে হবে।
কীভাবে সন্তানের ইংরেজি বলার দক্ষতা বাড়াবেন, রইল তার টিপস।
বাড়ি নিজেরা ইংরেজিতে কথা বলুন। তাহলে সন্তানের আত্মবিশ্বাসও বাড়ে। মা-বাবাকেই দেখে শেখে শিশুরা।
ছেলেমেয়েকে ইংরেজিতে সড়গড় করতে অভিধান কিনে দিন। সে যাতে আটকে গেলে দেখতে পারে।
ছেলেমেয়ে ভুল ইংরেজি বললে হাসবেন না বা বাধা দেবেন না। তাকে উৎসাহিত করুন।
ছেলেমেয়েকে ইংরেজি কমিক্স কিনে দিন। ওর আগ্রহ বাড়বে। অথবা তার পছন্দের বই কিনে দিন। জোরে পড়তে বলুন।
প্রতিদিন ইংরেজি খবরের কাগজের একটা পাতা পড়তে বলুন জোরে জোরে। ছুটির দিন পড়ান সম্পাদকীয়। প্রচুর শব্দ শিখবে।
ইংরেজি শব্দের খেলা শেখান। শব্দছক করতে বলুনয কোনও শব্দের সমার্থক শব্দ কী, বা কঠিন ইংরেজি শব্দ সহজ করে বলা।
কখনও সহপাঠীর সঙ্গে সন্তানের তুলনা করবেন না। এতে তার মনোবল কমে। ভুল হলে শান্তভাবে শুধরে দিন।