13 March, 2025

BY- Aajtak Bangla

পার্সোনালিটি দেখে লোকে সমঝে চলবে, এই ৭ টিপসে বাড়ান ব্যক্তিত্ব 

ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কেরিয়ার- সবখানেই দুর্দান্ত ব্যক্তিত্ব থাকাটা খুবই জরুরি। 

ব্যক্তিত্বই সাফল্যের সিঁড়ি তৈরি করে। আত্মবিশ্বাসে ভরপুর করে তোলে। 

শুক্রগ্রহের সঙ্গে যোগ রয়েছে ব্যক্তিত্বের। চলুন জেনে নেওয়া যাক কীভাবে শুক্রের তেজ বাড়াবেন

শারীরিক গঠন- ফিটনেস ভালো থাকলে আপনার আত্মবিশ্বাস ও আকর্ষণক্ষমতা বাড়বে। রোজ ওয়ার্কআউট করুন। 

পড়ার অভ্যাস- জ্ঞান ব্যক্তিত্ব বাড়ায়। বুদ্ধি শান দিন বই পড়ে। তাই পড়ার অভ্যাস ছাড়বেন না। 

কথাবার্তা- মধুর কথা বলুন। জোরে নয় বরং আস্তে বলুন। চেঁচামেচি করবেন না। বাড়বে নেতৃত্বের গুণ।  

শরীরী ভাষা- অতিরিক্ত ছ্যাবলামি, অতিরিক্ত হাসিঠাট্টা, হালকা চালের কথায় ব্যক্তিত্ব বাড়ে না। তাই নিজেকে সংযত রাখুন। 

ইতিবাচক- চিন্তাভাবনা ইতিবাচক থাকা দরকার। সবসময় আশার কথা বলবেন। এতে ব্যক্তিত্ব বাড়ে। 

সাজসজ্জা- সবসময় ইস্ত্রি করা জামাকাপড় পরুন। পরিপাটি পোশাক পরুন। মুখের যত্ন নিন। পারফিউম ব্যবহার করুন।

স্থিতধী- যে কোনও পরিস্থিতিতে নিজের উপর নিয়ন্ত্রণ হারাবেন না। আবেগকে বাইরে প্রকাশ করবেন না।