19 March, 2025

BY- Aajtak Bangla

আপনার সন্তান বুদ্ধিতে হবে বৃহস্পতি, সদগুরুর ৭ উপদেশ মানুন

আজকের দুনিয়ায় সন্তানকে মানুষ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 

কীভাবে মানুষ করলে সন্তান মানুষের মতো হবে? সন্তান মানুষ করার উপদেশ দিয়েছেন সদগুরু।

সন্তান বড় হলে নিজেকে সর্বজ্ঞানী, বুদ্ধিমান মনে করবেন না। সব কিছুতেই পরামর্শ নয়।

সন্তানকে সব ব্যাপারেই যদি পরামর্শ দেন, সে বিরক্ত হবে। চেষ্টা করুন তাঁর মনোভাব বোঝার।

শিশুদের ক্ষেত্রে আবার সময় দেওয়াটা জরুরি। সন্তানের জন্য সময় বের করুন।

সন্তানের উপর নিজের ইচ্ছা চাপাবেন না। আপনার স্বপ্নপূরণের মাধ্যম সে নয়। সে নিজে যা চাইবে সেটাই তাকে প্রতিষ্ঠিত করবে। 

বাচ্চাকে বেশি শৃঙ্খলার মধ্যে রাখলে সে নির্বোধ হতে পারে। তাই তাঁকে ছাড় দিন।

শিশুকে ছোট থেকে মূল্যবোধ শেখান। যাতে সে নিজে থেকেই সুশৃঙ্খল হতে পারে।

শিশুকে শাসন করবেন না। সে সারাজীবন ভীতু হয়ে থাকবে। বরং তাকে বোঝান। বুদ্ধিমান করুন।

সদগুরু বলছেন, শিশুকে নিজের মতো করে ভাবতে দিন। আপনি বকা দিলে সে আর চৌখস হবে না।