09 JULY 2025
BY- Aajtak Bangla
বাচ্চারা অনেকেই একবার পড়ে বেশিক্ষণ মনে রাখতে পারে না।
তবে সকলের মেধা একরকম হয় না। কিছু শিশুর স্মৃতিশক্তি দুর্বল হয়। তারা পড়া জিনিসগুলো দ্রুত ভুলে যায়।
যদি আপনার সন্তানও লেখাপড়ার পর এমন অবস্থা হয়, তবে ৪টি টিপস কাজে লাগান।
অনেক সময় শিশুরা পড়া বিষয় ভুলে যায়, যে কারণে তাদের সমস্ত পরিশ্রম বৃথা যায়।
৪টি টিপস স্মৃতিশক্তিকে শক্তিশালী করতে পারবেন। এতে বুদ্ধিও বাড়বে, মনে রাখার ক্ষমতাও বাড়বে।
শিশুকে বোঝানোর জন্য উদাহরণের সাহায্য নিতে পারেন। শিশুদের বাস্তব জীবনের উদাহরণ দেওয়া ভাল। তারা এর সঙ্গে সংযুক্ত করে এবং সেই বিষয়টি দীর্ঘ সময়ের জন্য মনে রাখে।
সন্তানকে শেখানোর সময় কিছু আকর্ষণীয় টিপস এবং কৌশল দেওয়ার চেষ্টা করতে পারেন। এতে শিশুরা লেখাপড়াকে বোঝা মনে করবে না। পড়াশুনা করতে গিয়ে বিরক্ত হবে না।
অনেক সময় শিশুরা একটা পড়া করতে গিয়ে আরেকটা ভুলে যায়। তাই তাদের বুঝে মুখস্থ করান। বিষয় ধাপে ধাপে বুঝে গেলে মুখস্থ করারও দরকার নেই।
একই বড়া বারবার পড়াবেন। ঝালিয়ে নিতে বলবেন।
নেক সময় বাবা-মায়েরা উত্তেজিত হয়ে পড়েন এবং তাদের সন্তানকে একটানা কয়েক ঘণ্টা পড়াতে থাকেন। এতে শিশুর মন নিস্তেজ হয়ে পড়ে এবং পড়ার আগ্রহ হারিয়ে ফেলে।